ব্রাজিলে এক্সের ৫২ লাখ ডলার জরিমানা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৯
ভুল তথ্য পরিবেশনের দায়ে ইলন মাস্কের সামাজিক যোগাযোমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্রাজিলে বিপুল পরিমাণে অর্থ জরিমানা প্রদান করেছে।
ল্যাটিন আমেরিকার বৃহত্তম বাজারে পরিচালনা নিষিদ্ধের নির্দেশদাতা বিচারকের সাথে বিরোধ নিষ্পত্তি করতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা গুনতে হয়।
আগস্টে এক্স বন্ধ করার নির্দেশ দাতা সুপ্রিমকোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস শুক্রবার বলেন, তবে এই প্ল্যাটফর্মটি ভুল অ্যাকাউন্টে অর্থ পরিশোধ করেছে।
পূর্বে টুইটার নামে পরিচিত এক্সকে আদালতের একাধিক আদেশে ৫২ লাখ ডলার জরিমানা করে।
মোরেস নিশ্চিত করেন, প্ল্যাটফর্মটি পুরো অর্থ প্রদান করেছে। তবে আদালতের আদেশের অ্যাকাউন্টে না দিয়ে অন্য অ্যাকাউন্টে দিয়েছে। আদালত জরিমানার অর্থ অবিলম্বে নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে।
মাস্ক বিভ্রান্তি ছড়ানোর জন্য অভিযুক্ত বেশ কয়েকজন ডানপন্থীর অ্যাকাউন্ট অপসারণ করতে অস্বীকার এবং আদেশ অনুসারে দেশে একজন নতুন আইনি প্রতিনিধির নাম দিতে ব্যর্থ হওয়ার পরে ৩১ আগস্ট মোরেস এক্স বন্ধের আদেশ দেন।
মোরেসের বন্ধের আদেশের আগে ব্রাজিলে এক্সের ব্যবহারকারী ছিল দুই কোটি ২০ লাখ। তারা আশা করছে, জরিমানা প্রদানের মধ্য দিয়ে এটি নিষ্পত্তি হবে।
গত সপ্তাহে এক্স জানিয়েছে, তারা ব্রাজিলে আইনি প্রতিনিধি নিয়োগসহ আদালতের অন্যান্য দাবি মেনে নিয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা