মনিরুল ইসলামের ‘পথভোলা পথিকেরা’
- মোহাম্মদ অলিদ বিন সিদ্দিকী তালুকদার
- ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৪
কল্পলোকে না থেকে বাস্তবের আলিঙ্গনে তথ্যকে মূল উপজীব্য করে থ্রিল বা থিলার নিয়ে প্রিন্ট-ভিজুয়াল চর্চা এখন দেশে দেশে। পাঠক-দর্শকের চাহিদাও বেশ। থ্রিলারের আবার রকমফের আছে। অ্যাডভেঞ্চার থ্রিলার, হরর থ্রিলার, ফ্যান্টাসি থ্রিলারসহ আরো কত কী?
মনিরুল ইসলামের ‘পথভোলা পথিকেরা’ এ অভিযাত্রায় নতুন মাত্রা দিয়েছে। মনিরুল ইসলাম পেশাদার লেখক নন, একজন ঊর্ধ্বতন চৌকস পুলিশ কর্মকর্তা। তবে পেশাগত কাজের ফাঁকে লেখার চর্চা রয়েছে নিয়মিত। প্রায় ৩০ বছরের চাকরিতে তার বেশিভাগ সময় কেটেছে সাদা পোশাকে। পুলিশের পাশাপাশি সমাজের ভেতর-বাইরও বেশ দেখার সুযোগ হয়েছে তার।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রতিষ্ঠাতা প্রধান পদটির অভিষেক শুরু মনিরুলকে দিয়েই। পাঁচ বছরের কর্মকালে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসবিরোধী অভিযান সাফল্য পায় তার সরাসরি নেতৃত্বে। দীর্ঘ দিন গোয়েন্দা শাখা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়িত্ব পালনকালে বহু সন্ত্রাসীকে সরাসরি জিজ্ঞাসাবাদের কাজটি করেছেন তিনি। এ অভিজ্ঞতা তাকে ঋদ্ধ করেছে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সম্পর্কে। দিয়েছে বাড়তি অন্তর্দৃষ্টি। তা আরো ঝালাই করেছেন সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নিয়ে গবেষণা ও লেখালেখিতে।
কানাডা প্রবাসী আবু মুস্তাকিম ব্যক্তি জীবনের একরাশ হতাশা নিয়ে দেশে ফিরে আসাকে উপলক্ষ করে মনিরুল ইসলাম যেভাবে তার ‘পথভোলা পথিকেরা’ উপন্যাসটির রচনা টেনে নিয়েছেন, তা এক কথায় অসাধারণ। এতে প্রবাস ফেরত মুস্তাকিম হতাশ হলেও স্বপ্ন হারাননি। তার স্বপ্ন ছিল, এক অলৌকিক সমাজ গড়ার।
১৯৭০ সালের ১৫ জুন গোপালগঞ্জে জন্ম নেয়া মনিরুল ইসলামের লেখাপড়ার চৌহদ্দীও বিস্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় মাড়িয়ে তার দিগন্ত আরো নানা দিকে। ২০০১ সালে সিএমপি এবং ডিবিতে এসি হিসেবে কাজ করার সময় থেকেই তার সাংবাদিকদের সাথে কাজ করার অভিজ্ঞতা। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠি সাংবাদিকতা পেশায় যুক্তদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। একপর্যায়ে ২০১০ সাল থেকে ডিএমপির মুখপাত্রের দায়িত্ব বর্তায় তার ওপর। পেশাগত এ দায়িত্বের সুবাদে মিডিয়া জগতের দিকপাল থেকে একেবারে নবীন সংবাদকর্মীর সাথেও যোগাযোগ হয়। যা পেশাগতভাবে তাকে সম্বৃদ্ধ করেছে।
সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্য ও সন্ত্রাসবাদের শিকার দেশী-বিদেশী নিরীহ মানুষকে উৎসর্গ করা ধ্রুব এষের প্রচ্ছদে বর্ণবিন্যাসের প্রকাশিত বইটি বারবারই পাঠককে টেনে নিবে বইয়ের জালে আবদ্ধ করে। বইটির প্রতিটি পৃষ্ঠা ও পাতা ভাবনার-উপলব্ধির অনেক খোরাক জোগাবে পাঠকদের।
লেখক : প্রকাশক, বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশনা, ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাপোস্ট (সাপ্তাহিক)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা