ভয়াবহ তাপপ্রবাহে ১ বছরে মৃত্যু ৪৭ হাজার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ আগস্ট ২০২৪, ০৫:২৫
ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ। গত বছর অসহ্য গরমে প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে। ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে।
যতদিন যাচ্ছে, আবহাওয়া ততই বদলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে তাপমাত্রা। ফলে তাপপ্রবাহের ঝুঁকি বাড়ছে ইউরোপ। আইএস গ্লোবালের প্রতিবেদনে উল্লেখ, ২০২৩ সাল বিশেষ সবচেয়ে উষ্ণ বছর। এর আগে এত গরম আর পড়েনি কখনো। বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নকারী মহাদেশ পরিণত হয়েছে ইউরোপ। তীব্র গরমে কারণে সেখানে বাড়ছে স্বাস্থ্যসংক্রান্ত ঝুঁকি।
গবেষণা দেখা গেছে, গত ২০ বছরে এই উষ্ণতার সাথে খাপ খাইতে নিয়ে যদি পদক্ষেপ গ্রহণ না করা হত, তাহলে মৃত্যর সংখ্যা বাড়ত ৮০ শতাংশ বাড়ত! আইএস গ্লোবালের গবেষক এবং লেখক এলিসা গ্যালো জানিয়েছেন, 'গবেষণার দেখা গিয়েছে, বর্তমানে তীব্র তাপমাত্রার সাথে সমাজও বদলে যাচ্ছে। ফলে সাম্প্রতিক কালে গরমের কারণে অসুস্থতা ও মৃত্যুহার, বিশেষ করে বষস্কদের অনেকটাই কমেছে'।
ইউরোপের ৩৫ দেশে তাপমাত্রা ও মত্যুহার রেকর্ড করেছে গবেষকরা। তা থেকে ধারণা করা হচ্ছে, গত বছর গরমে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৬৯০ জনের। জনসংখ্যা নিরিখে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি গ্রিস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনেও।
সূত্র : জি নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা