অতিদ্রুত গলছে হিমবাহ, এভারেস্ট বেসক্যাম্প সরিয়ে নেবে নেপাল
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২২, ০০:১৮, আপডেট: ২০ জুন ২০২২, ০০:১৯
বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের কারণে দ্রুত গলে যাচ্ছে হিমবাহ, তাই অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে এভারেস্ট বেসক্যাম্প। রোববার নেপাল পর্যটন দফতর-সূত্রে এমনটাই জানিয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যম।
যে স্থান থেকে মূল পর্বতারোহণ শুরু হয়, তাকে বলে বেসক্যাম্প। এভারেস্টের শিখরে ওঠার বেসক্যাম্পটি রয়েছে খুমবু নামক একটি হিমবাহের ওপর। উচ্চতা ৫ হাজার ৩৬৪ মিটার। প্রতি মৌসুমে প্রায় ১৫০০ পর্বতারোহী এই হিমবাহের ওপর ক্যাম্প করেন। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে অতিদ্রুত গলে যাচ্ছে এই হিমবাহটি। তাই বেসক্যাম্প অন্যত্র সরিয়ে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন নেপালের পর্যটন কর্মকর্তারা।
ফেব্রুয়ারি মাসেই একটি গবেষণায় জানা গিয়েছিল, ২০০০ বছরেরও বেশি প্রাচীন এই হিমাবাহটি এত দ্রুত হারে গলছে যে, ২০৫০ সাল নাগাদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এটি। নেচার পত্রিকায় প্রকাশিত এই গবেষণাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নেপাল প্রশাসন। কিন্তু বেসক্যাম্পটি সরিয়ে কোন জায়গায় নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নেপাল সরকার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা