০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

হলিউড সিনেমার উলভারিনের খোঁজ মিলল

হলিউড সিনেমার উলভারিনের খোঁজ মিলল - ছবি -ইন্টারনেট

প্রায় ১০০ বছর পর দেখা মিলল বিরল প্রাণীর। এই প্রাণীর নাম উলভারিন। এর ওপর ভিত্তি করেই হলিউডে তৈরি হয়েছে অ্যাভেঞ্জার্স সিনেমা উলভারিন।

সম্প্রতি আমেরিকার ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কে এই উলভারিনের একটি দলকে দেখা গিয়েছে। প্রাণীর দলটিকে দেখা মাত্রই তার ভিডিও করতে ভোলেননি ট্র্যাভিস হ্যারিস। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। ওই টুইট এখন রীতিমতো ভাইরাল।

এই ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে লেখা হয়েছে, তিনটি উলভারিনকে বরফের মাঠে সবুজ রঙের কাছে খেলতে দেখা গিয়েছে। ১০০ বছর পর ফের একবার এই প্রাণীর দেখা মিলল।

ট্র্যাভিস হ্যারিসের টুইটে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন, কেউ লিখছেন এটি খুব আশ্চর্যজনক দৃশ্য, আবার কেউ লিখছেন, এগুলো ফিরে আসায় ভালো লাগছে।

মাউন্ট রেইনিয়ার ন্যাশনাল পার্কের সুপারিনটেন্ডেন্ট চিপ জেনকিন্স জানিয়েছেন, এই ধরনের দৃশ্য সত্যিই আশ্চর্যজনক। কারণ হিসেবে তিনি বলছেন, প্রায় ১০০ বছরেরও বেশি সময় পরে এই প্রাণীগুলো এখানে ফিরে এসেছে, মনে করা যেতে পারে, এখন থেকে এগুলো এখানেই থেকে যাবে। ধরে নেয়া যেতে পারে ওই ন্যাশনাল পার্কে তাদের বসবাসের মত উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, উলভারিনকে ভারত উপমহাদেশে বেজি প্রতিনিধি হিসেবে বিবেচনা করা যেতে পারেও। তবে এই পশু আকারে অনেক বড় ও হিংস্র হয়। পশুটি মাংসাশী। এটিকে দেখতে খানিকটা যেন ছোট ভাল্লুকের মতো। তবে ভাল্লুকের সাথে চেহারাতে বেশ কিছু অমিলও রয়েছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ?

সকল