বিবর্তনের পথে পৃথিবী, আফ্রিকা ভেঙে যাবে দুভাগে, তৈরি হবে নতুন সমুদ্র
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ০৬:২৪
জন্মকাল থেকেই বিবর্তনের পথে হেঁটেছে পৃথিবী। এবারেও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যেই ফাটল ধরেছে আফ্রিকার পূর্বদিকের এক মরুভূমিতে। ৩৫ মাইল দীর্ঘ এলাকা জুড়ে রয়েছে সেই বিশাল ফাটল। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চমকে দেয়ার মতো তথ্য। ওই ফাটল বরাবর নাকি দু’ভাগে ভাগ হয়ে যাবে আফ্রিকা।
এমনই ভবিষ্যদ্বাণী করেছেন একদল গবেষক। আফ্রিকার পূর্বদিকে লোহিত সাগরের কাছেই ওই মরুভূমি। ২০০৫ সালে ইথিওপিয়ার মরুভূমিতে ফাটলটি হয়। ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি নামে পরিচিত ওই এলাকা। ৩৫ মাইল দীর্ঘ ওই ফাটল বরাবরই ভাগ হয়ে যাবে এই বিশাল মহাদেশ।
বিজ্ঞানীদের কথায়, ওই ফাটল বরাবর ফাটল ধরেছে সমুদ্রে নিচে থাকা টেকটনিক প্লেটেও। একই রকম ফাটল ধরায় দূরে সরে যাচ্ছে দুটি প্লেট। মহাদেশের মাঝামাঝি এই চিড় বাড়বে দিন দিন। তারপর এক সময় ভাগ হয়ে যাবে গোটা মহাদেশটাই। তৈরি হবে নতুন সমুদ্র, নতুন একটি মহাদেশ। সমুদ্রের তলায় ওই অংশে রয়েছে তিনটি বড় টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট নাড়াচাড়া করলেই ভূমিকম্প হয়।
গবেষকদের মতে তিনটি প্লেটের মধ্যে দূরত্ব বাড়বে ভবিষ্যতে। এই তিনটি প্লেট সংযোগস্থলে অর্থাৎ তিন মাথার মোড়েই ফাটল ধরেছে অনেকটা। এই ফাটল যত বড় হবে, আফ্রিকা ভেঙে তৈরি হবে অন্য এক মহাদেশ। তবে এই বিষয়টি নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই। কারণ এই কাজ শেষ হতে আরো বহু হাজার বছর সময় লাগবে। তাই আমাদের অনেক পুরুষ পরের মানুষরা হয়তো একে নিজের চোখে দেখবেন। সেই দিনের জন্য অপেক্ষা করে থাকা ছাড়া উপায় নেই।
সূত্র : আজকাল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা