২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আত্মহত্যার চেষ্টা করলেন অভিনেত্রী তানজিন তিশা!

অভিনেত্রী তানজিন তিশা - ছবি : সংগৃহীত

আত্মহত্যার চেষ্টা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান, এ বিষয়ে তিনি নিশ্চিত নয়। তিনি মনে করেন, এই মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো।

তিনি আরো জানান, তানজিন তিশাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে তানজিন তিশা। কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। এর জেরে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর বাসায় ফিরে আত্মহত্যার চেষ্টা করেন এ অভিনেত্রী।

ঢাকা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, রাতে তিশাকে গুরুতর অবস্থায় সেখানে নেয়া হয়েছিল। আপাতত তিনি বিপদমুক্ত।


আরো সংবাদ



premium cement

সকল