অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৩, ১৮:২৫, আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১৮:৩০
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। উত্তরা নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। তার লাশ উত্তরার বাংলাদেশ মেডিক্যালে রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সঙ্ঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তররার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক। হিমুর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তা এখনই বলা যাচ্ছে না।
জানা গেছে, কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।
অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হুমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা