২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধারাবাহিকেই ব্যস্ত মৌটুসী

-

অন্যান্য বছরের ঈদে জনপ্রিয় অভিনেত্রী মৌটুসীকে ছোট পর্দার বিভিন্ন নাটক-টেলিফিল্মে দেখা গেলেও এবারের ঈদে তাকে কোনো নাটক-টেলিফিল্মে দেখা যায়নি। এর কারণ জানতে চাওয়া হলে মৌটুসী জানান, একটি স্যাটেলাইট চ্যানেলের শিশুদের নাটকের শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন পুরো রমজান মাস। কারণ শিশুদের স্কুলের অনেক দিন ছুটি থাকে রমজান মাসেই। আর এই মাসেই ধারাবাহিক এ নাটকটির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে মৌটুসী ঈদের নাটক-টেলিফিল্মে অভিনয়ের সময় বের করতে পারেননি।

মৌটুসী আপাতত বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন। বিটিভিতে প্রচার হচ্ছে মাসুম রেজার রচনায়, আলভী আহমেদের পরিচালনায় ‘দি জেনারেশন’, নাগরিক টিভিতে প্রচার হচ্ছে আলভী আহমেদের ‘শ্বশুরালয় মধুরালয়’, রাশেদের ‘আকাশে মেঘ নেই’ প্রচার হচ্ছে এনটিভিতে, মাসুদ সেজানের ‘ডুগডুগি’ ও ‘খেলোয়াড়’ প্রচার হচ্ছে যথাক্রমে এনটিভি ও বাংলাভিশনে। এ ছাড়া ইউরেকা রেজওয়ান পরিচালিত ‘পঞ্চভুজ’ প্রচারে আসবে দুরন্ত টিভিতে এবং আদিবাসী মিজানের ‘মিস্টার টেনশন’ ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে শিগগিরই প্রচারে আসবে।

ধারাবাহিকগুলোতে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বিশ্বাস বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি গুণী নাট্যনির্মাতাদের নির্দেশনায় কাজ করতে। যেমন আলভী আহমেদসহ অন্য আর যাদের সঙ্গে কাজ করছি সবাই বেশ গুণী নির্মাতা। আবার এটাও সত্য যে, তাদের নির্মিত ধারাবাহিকগুলো বেশ ভালো ভালো চ্যানেলে প্রচার হয়। তারা প্রত্যেকেই বেশ যত নিয়ে কাজ করার চেষ্টা করেন। আমি তাদের নির্দেশনায় কাজ করতে যেমন স্বাচ্ছন্দ্যবোধ করি আবার আমাকেও বেশ আরাম দিয়েই তারা কাজ আদায় করে নেন। সর্বোপরি দর্শকের কাছ থেকে আমি দারুণ সাড়াও পাই তাদের নির্দেশনায় কাজ করে। সবমিলিয়ে ধারাবাহিকগুলোতে কাজ করে আমি সন্তুষ্ট।’

তবে এটা সত্য যে মৌটুসীর যারা নিয়মিত দর্শক তারা তাকে বিশেষ বিশেষ দিবসের নাটক-টেলিফিল্মে দেখতে আগ্রহী। বিষয়টি অবশ্য মৌটুসী নিজেও অবগত। যে কারণে কোরবানির ঈদের নাটক-টেলিফিল্মে কাজ করার আগ্রহ রয়েছে তার। মৌটুসী বলেন, ‘আমি সবসময়ই ভালো ভালো গল্পের নাটকে কাজ করার চেষ্টা করেছি। কোনো গল্প কিংবা চরিত্র ভালোলাগেনি, তা জোর করে করার চেষ্টা করিনি আমি।’


আরো সংবাদ



premium cement
আন্দোলনের মূল স্পিরিট হলো বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ : কেন্দ্রীয় সভাপতি ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’ মার্কিন শ্রম প্রতিনিধিদল আসছে শুক্রবার ৬ ঘণ্টা অবরোধের পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকরা দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রাসিকের ১৬১ কর্মীর অব্যাহতি, ৩৮ জনকে শোকজ খালাস পেলেন সোহেল-টুকুসহ বিএনপির ২২ নেতাকর্মী পল্লী বিদ্যুতের সঙ্কট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান হেফাজত আমিরের

সকল