০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

নতুন বছরে কমেছে রাজধানীর তাপমাত্রা

- নয়া দিগন্ত

নতুন বছরের শুরু থেকে আবারো জেঁকে বসেছে শীত। সকালে বেড়েছে কুয়াশা। গত কয়েকদিনের তুলনায় রাজধানীবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও একই বার্তা দিচ্ছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকায় সকাল সাড়ে ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানিয়েছিলেন, ডিসেম্বর মাসে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে টানা শীত পড়েনি। তবে মাসের একেবারে শেষের দিকে এসে আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। একইসাথে বাড়তে শুরু করবে কুয়াশাও।

আগামী শুক্র বা শনিবার বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। এতে শীতের অনুভূতি কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।


আরো সংবাদ



premium cement