সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:১৭
ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে হাসপাতালের কর্মী, চিকিৎসক এবং রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
পুলিশ, বর্তমান এবং ফাউন্ডার ট্রাস্টদের সূত্রে জানা যায়, ফাউন্ডার ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন আহম্মদের সঙ্গীরা সকালে গণস্বাস্থ্য কেন্দ্রে এসে কর্তব্যরত কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। এ সময় চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয় এবং রোগী ও চিকিৎসকরা ভীতসন্ত্রস্ত হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ডা. নাজিমুদ্দিন আহম্মেদ ১৯৭২ সালের চার ফাউন্ডার ট্রাস্টি মধ্যে তিনিই এখনো বেঁচে আছেন। তার বিরুদ্ধে পতিত আওয়ামী শাসনামলে গণস্বাস্থ্য কেন্দ্রে টাকা পয়সা আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তিনি বৈষষ্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর তিনিও গণস্বাস্থ্য থেকে পালিয়ে যান। বর্তমান ট্রাস্টি এবং ফাউন্ডার ট্রাস্টি নাজিম উদ্দিনের দু’পক্ষের বিভিন্ন মামলা আদালতে চলমান রয়েছে জানা যায়।
বর্তমান ট্রাস্টির চেয়ারপারসন আলতাফুন্নেসা নয়া দিগন্তকে বলেন, ‘ডা. নাজিমুদ্দিন আহম্মেদের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে। তিনি ৩৬ জুলাইয়ের পর দেশের একটা পরিবর্তন হলে পালিয়ে যান।’
ফাউন্ডার ট্রাস্টি ডা. নাজিম উদ্দিন আহম্মদ নয়া দিগন্তকে বলেন, ‘ফাউন্ডারদের মধ্যে ডা. জাফরুল্লাসহ বাকি তিনজন মারা গেলেও আমিই একমাত্র জীবিত রয়েছি।’
তিনি জানান, তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে তার কমিটির মিটিং করতে যান। বর্তমান ট্রাস্টির সাথে আদালতে মামলা মামলা রয়েছে।
আশুলিয়া থানার (ওসি) অপারেশন পরিদর্শক আব্দুল বারেক নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা