০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

পলিথিনের ব্যবহার কমাতে পর্যটকবাহী জাহাজে নজরদারি

পলিথিনের ব্যবহার কমাতে পর্যটকবাহী জাহাজে নজরদারি - সংগৃহীত

কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিকের ব্যবহার কমানোর লক্ষ্যে পর্যটকবাহী জাহাজে কঠোরভাবে নজরদারি করছে পরিবেশ অধিদফতর।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আজ রোববার সকাল ১০টার দিকে প্রথমদিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এমভি বার আউলিয়া নামক একটি জাহাজ। এ জাহাজের যাত্রীরা যেন কোনোভাবে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক পরিবহন করতে না পারে তার জন্য পরিবেশ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা সকাল থেকে অবস্থান নিয়েছে ঘাটে। পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিকের কোনো পণ্য রয়েছে কিনা তল্লাশি করছে তারা। যাদের কাছে পলিথিন পাওয়া যাচ্ছে তা ফেলে দিয়ে বিকল্প হিসেবে তাদেরকে পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ দেয়া হচ্ছে। পাশাপাশি জাহাজে তদারকি করছেন পরিবেশ অধিদফতরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: জমির উদ্দিন বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক কমানোর লক্ষ্যে ১০টি টিম গঠন করেছে পরিবেশ অধিদফতর। তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ মনিটরিং, স্ক্যানিং ও যাবতীয় অন্যান্য দায়িত্ব পালন করবে। পরিবেশ অধিদফতরের ১০ জন কর্মকর্তার নেতৃত্বে এ ১০টি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদফতরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সাথে রয়েছেন।’

পরিবেশ অধিদফত জানিয়েছে, গত ২৮ নভেম্বর পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ স্বাক্ষরিত লিখিত এক অফিস আদেশে এ টিমগুলো গঠন করা হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ঘুষের মামলা : সাজা হবে ট্রাম্পের, তবে কারাগারে না পাঠানোর ইঙ্গিত কু‌ড়িগ্রা‌মে স্বস্তি ফিরেছে সবজির বাজারে, দাম কমায় খুশি ক্রেতারা ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সারজিস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিনের ইন্তেকাল মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের বিরতি : মাঠে ফিরেছেন শ্রমজীবীরা নতুন করে বিয়ে বন্ধনে তাহসান ৮০ বছরের আবদুল মান্নান এখনও সংসার চালান খেজুরের রস সংগ্রহ করে আড়াইহাজারে ডাকাত সন্দেহ গণপিটুনি, নিহত ১ অতিথি পাখির কলতানে মুখর আজরাঈল দীঘি কেপটাউনে রিকেলটনের দাপট

সকল