ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে ৭ জনকে দায়িত্ব দিল রাজউক
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ নভেম্বর ২০২৪, ২২:৪৫
নিজেদের আওতাধীন এলাকায় বসবাসরত নাগরিকদের তাদের প্রত্যাশিত সেবা দ্রুততার সাথে প্রদানের জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টার চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেখান থেকে গ্রাহকদের দ্রুততার সাথে সেবা প্রদান করতে রাজউকের সাতজন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারের দায়িত্ব প্রদান করেন।
রাজউকের প্রধান কার্যালয়ের নিচ তলায় স্থাপিত ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে দায়িত্বরত কর্মকর্তারা পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন উল্লেখ করেছেন, রাজউকের গ্রাহকদের সুষ্ঠুভাবে সেবা দেয়ার স্বার্থে ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। দায়িত্ব প্রদান করা কর্মকর্তা-কর্মচারীরা ফাস্ট ট্র্যাক সেন্টারে তাদের দায়িত্ব পালন করবেন। সেই সাথে সেখানে থাকা হাজিরা খাতায় আগমন এবং বাহির হওয়ার তথ্য লিপিবদ্ধ করতে হবে।
ফাস্ট ট্র্যাক সার্ভিস সেন্টারে দায়িত্ব পাওয়া সাতজন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে রয়েছেন রাজউকের সহকারী পরিচালক (অ্যাস্টেট ও ভূমি) চিত্ত রঞ্জন চৌধুরী, ইমারত পরিদর্শক শাহ মো: আরাফাত, অ্যাস্টেট পরিদর্শক সাইদুল ইসলাম, নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার কানুনগো রাসেল আল মান্না, ডাটা অ্যান্ট্রি অপারেটর সুজন কুমার ভৌমিক, কনিষ্ঠ হিসেব সহকারী মোহাম্মদ শামীম এবং ওয়ার্ক অ্যাসিসটেন্ট আব্দুল ওয়াদুদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা