০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মোহাম্মদপুরে রাস্তায় পড়েছিল অস্ত্র-গুলি

একটি রিভলভার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার - ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার, ম্যাগাজিনসহ একটি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘সন্ধ্যা আনুমানিক ৬টায় একজন পথচারী মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাত দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে একটি রিভলভার, ম্যাগাজিনসহ একটি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, একটি হ্যান্ড মাইক ও ছোট একটি সিগন্যাল লাইট উদ্ধার করে।’


আরো সংবাদ



premium cement