১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬
`

একুশে বইমেলায় স্টল ভাড়া কমানো হবে: আসিফ নজরুল

একুশে বইমেলায় স্টল ভাড়া কমানো হবে: আসিফ নজরুল - ফাইল ছবি

অমর একুশে বইমেলা ২০২৫ এ স্টল ভাড়া কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার সকালে উপদেষ্টার কার্যালয়ে প্রকাশনা সংস্কার কমিটির সদস্যদের দাবির পেক্ষাপটে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় ২০২৫ সালের বইমেলায় ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়গাথা অবশ্যই ফুটিয়ে তুলতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। আদর্শ প্রকাশনীর প্রকাশক মাহবুব রাহমানের নেতৃত্বে 'প্রকাশনা সংস্কার কমিটি'-এর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে ড. আসিফ নজরুল এসব কথা জানান।

তিনি বলেন, এ সরকার অবশ্যই বঞ্চিত এবং সৎ ও সত্যিকারের সাহিত্য বিকাশের পক্ষের প্রকাশকদের কথা মনে রাখবে। বইমেলাকে লেখক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত করতে হবে।

ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের উন্নয়ন, মানসম্পন্ন বই প্রকাশ এবং পাঠক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 


আরো সংবাদ



premium cement