১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলাদেশী জেলেরা

- ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে ছাড়া পেয়েছে বাংলদেশী জেলেরা। তাদের ছয়টি ট্রলারের সবগুলো ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আদনান চৌধুরী।

নিহত ব্যক্তির লাশসহ মোট ৫৮ জনের সবাইকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আদনান চৌধুরী।

এ মুহূর্তে সবাই শাহপরীর দ্বীপ জেটিতে অবতরণ করছেন বলে জানান তিনি।

বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের অদূরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশী ট্রলার লক্ষ্য করে গুলি বর্ষণ করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছেন আরো দু’জন।

পরে মিয়ারমারের নৌবাহিনীর সদস্যরা ছয়টি ট্রলারসহ ৫০ থেকে ৬০ জন জেলের সবাইকে আটক করে। পরবর্তীতে তাদের মধ্যে নিহত ও আহতসহ ১১ জনকে তারা ফেরত পাঠিয়েছে।

তিনি জানান, মাছ শিকারে ওই জেলেরা ছয়টি ট্রলার নিয়ে সমুদ্রে যায়। আনুমানিক দুপুর থেকে বিকেলের কোনো একটা সময়ে মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে গুলি চালাতে শুরু করে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement