গাইবান্ধা-৫ উপনির্বাচন : সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করতে বললেন সিইসি
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ নভেম্বর ২০২২, ১০:৩২
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের স্থগিত উপনির্বাচনে নির্বাচনী অনিয়মের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া হবে না। তাছাড়া উপনির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে অপেক্ষা করার কথাও জানান তিনি।
বুধবার সিইসি ঢাকায় সাংবাদিকদের বলেন, যেহেতু কমিশন পুরো পরিস্থিতি এখনো খতিয়ে দেখছে, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।
গাইবান্ধায় নতুন করে ভোট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন কিছু বলবো না। অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন।’
উল্লেখ্য, ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন সিইসি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা