৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দলকে নির্বাচনে আনা সালিশি সংস্থার কাজ, ইসির কাজ নয় : সিইসি

দলকে নির্বাচনে আনা সালিশি সংস্থার কাজ, ইসির কাজ নয় : সিইসি - ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো দলকে নির্বাচনে আনা সালিশি সংস্থার কাজ, নির্বাচন কমিশনের কাজ নয়। তবে আমরা চাই সব দল নির্বাচনে আসুক।

রাজনৈতিক দলের সাথে ষষ্ঠ দিনের সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির চলমান সংলাপের ষষ্ঠ দিনের দ্বিতীয় সংলাপে বিকেলে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

এ সময়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু পরামর্শ দেয় দলটি। বিশেষ করে নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা কিংবা কূটনৈতিকদের ভোট নিয়ে অতি আগ্রহের বিষয়টি পাত্তা না দিতে কমিশনকে পরামর্শ দেয় সরকারের সাথে থাকা দলটি।

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাউকে নির্বাচনে আসতে বাধ্য করার কাজ কমিশনের নয়। তবে ইসি চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সেক্ষেত্রে রাজনৈতিক সঙ্কট মেটানোর কাজ কমিশন করবে না।

এর আগে সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে বৈঠকে সিইসি জানান, নির্বাচনকালীন সরকার যেই থাকুক তারা কমিশনকে যেমন সহায়তা করবে, কমিশনও তাদের সাথেই কাজ করবে।


আরো সংবাদ



premium cement