২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যান্সারে আক্রান্ত শিশু শেহজারিন বাঁচতে চায়

- ছবি : নয়া দিগন্ত

বয়স মাত্র ১২ বছর, এই বয়সে খেলাধুলা ও বিদ্যালয়ে বন্ধুদের সাথে ক্লাশরুমে থাকার কথা ছিল শেহজারিনের। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এই বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন শিশু শেহজারিন।

পরিবার সূত্রে জানা গেছে, ভারতের চেন্নাইয়ের ক্যান্সার সেন্টার এপোলো হাসপাতালে এই বছরের এপ্রিল মাস হতে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। এখন পর্যন্ত নয়টি কেমোথেরাপি দেয়া হয়েছে শেহজারিনকে। তার পরিবার এই পর্যায়ে এসে আর চিকিৎসা খরচ বহন করতে পারছে না। কিন্তু ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শেহজারিনের চিকিৎসা করাতে আরো ২০ লাখ রুপির প্রয়োজন।

শেহজারিনের মা রাফিয়া আক্তার জানান, এমতাবস্থায় এত বিশাল খরচ চালানো তার পরিবারে পক্ষে সম্ভব নয়।

সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন শিশুটির মা রাফিয়া আক্তার।

শিশু শেহজারিনকে সাহায্য পাঠাতে পারেন ট্রাস্ট ব্যাংক লিমিটেড (সাভার ক্যান্টনমেন্ট শাখা) অ্যাকাউন্ট নম্বর : ০০১০০৩১০০৪৪৮৪৯, এবং মোবাইল ব্যাংকিং বিকাশ : ০১৯৪৬২৪৩৭৪৬, নগদ : ০১৬৩৮২০৯২৯৯। যোগাযোগ : +৯১৯০০৩৮৫৮২৪১ (হোয়াটসঅ্যাপ)


আরো সংবাদ



premium cement