১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলফাজ উদ্দিন (২০) উপজেলার চারিপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং আকাশ (১৯) হলেন একই গ্রামের আব্দুল কাদির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাজ উদ্দিন ও আকাশ মোটরসাইকেল যোগে গফরগাঁও -ময়মনসিংহ খান বাহাদুর ইসমাইল সড়ক দিয়ে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আলফাজ উদ্দিন ঘটনাস্থলে মারা যায় এবং অপর আরোহী আকাশ গুরুতর আহত। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত আলফাজ উদ্দিনের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং গুরুতর আহতকে গফরগাঁও উপজেলা হাসপাতালে প্রেরণ করে।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুষার বলেন, গুরুতর আহত আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ আকাশের লাশটিও উদ্ধার করে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা যান। দুর্ঘটনা নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম বিএনপি নেতা শামীমকে শোকজ, সন্তোষজনক ব্যাখ্যা না দিলে শাস্তি আধিপত্য বিস্তার এবং হত্যার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড স্ত্রীসহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা বেনাপোলে বিজিবি ও বিএসএফের সীমান্ত সম্মেলন কিউবাকে সন্ত্রাসের মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র পরকীয়া কাণ্ড : সিংগাইর থানার ২ পুলিশ ক্লোজ ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন

সকল