২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ত্রিশালে স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আড়াই ঘণ্টা পর সচল

ত্রিশালে স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আড়াই ঘণ্টা পর সচল - নয়া দিগন্ত

দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ময়মনসিংহের ত্রিশাল আউলিয়া নগর স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। এর আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সেখানে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেলপথে কমিউটার ট্রেন আটকে রাখে আন্দোলনকারীরা। এ সময় ঢাকা-ময়মনসিংহের সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে।

জানা গেছে, অবরোধের ফলে গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, ফাতেমা নগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহে স্টেশনে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন আটকে ছিল। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement