১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

গফরগাঁওয়ে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

গফরগাঁওয়ে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু - নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পরিত্যক্ত পুকুরে পড়ে পানিতে ডুবে উমর (৩) ও সিনহা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাগলা থানায় পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহল ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু উমর ওই গ্রামের আল আমিনের ছেলে এবং শিশু সিনহা একই গ্রামের আমিরুলের মেয়ে। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।

স্থানীয়রা জানায়, শিশু উমর ও সিনহা বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করে দুই শিশু সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে সামনে গিয়ে খেলতে থাকে। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে ওই পরিত্যক্ত পুকুরে পানিতে এক শিশুর লাশ ভেসে উঠে। পরে আরেক শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিক্ষক আরফান আলী ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইসলাম উদ্দিন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement