১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
নয়া দিগন্তের সংবাদ প্রকাশের পর

ছাত্র আন্দোলনের নিহত কামরুজ্জামানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

ছাত্র আন্দোলনের নিহত কামরুজ্জামানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা - ছবি : নয়া দিগন্ত

‘নিহতের ১৫ দিন পর গফরগাঁওয়ে কামরুজ্জামানের দাফন’ শিরোনামে নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কামরুজ্জামানের পরিবারকে নগদ অর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখা।

সোমবার রাতে চরআলগী ইউনিয়নের চর কামারিয়ার গ্রামে গিয়ে কামরুজ্জামানের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান জেলা জামায়াতের আমির আব্দুল করিম। এরপর আমিরে জামায়াতের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জামায়াতের জেলা আমির কামরুজ্জামানের রেখে যাওয়া তিন সন্তানের মধ্যে ছোট সন্তান ছয় মাস বয়সী গালীব আববারকে বুকে জড়িয়ে আবেগঘন হয়ে কান্না করেন। তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। যেদিন খুনিদের যথাযথ শাস্তি নিশ্চিত হবে, সেদিন শহীদদের রূহ শান্তি পাবে। পরে কামরুজ্জামানের কবর জিয়ারত করেন।

এ সময় তার সাথে ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব ফরাজি, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল এবং উপজেলা কর্ম পরিষদ সদস্যরা।

উল্লেখ্য, কামরুজ্জামান (৩৪) গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ঢাকায় উত্তরায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আরো সংবাদ



premium cement