১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঈশ্বরগঞ্জে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু, প্রেমিক আটক

আটক রুবেল মিয়া - নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় অপমানে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন এক কিশোরী। এ ঘটনায় মৃত্যুর প্ররোচনার অভিযোগে আটক করা হয়েছে প্রেমিককে।

বৃহস্পতিবার এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা মরহুম আলাল উদ্দিনের মেয়ে রুপালী বেগমের (১৬) সাথে পার্শ্ববর্তী চরনিখলা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের ছেলে রুবেল মিয়ার দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্রে গত বুধবার (৪ সেপ্টেম্বর) রুবেল মিয়া বিয়ে করার কথা বলে রুপালীকে তাদের নিজ বাড়িতে নিয়ে যান। পরে ওই বাড়িতে রুবেলের ভাইয়েরা ও বাড়ির লোকজন রুপালীকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেমিক রুবেল রুপালীর সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। বিষয়টি মেনে নিতে পারেননি রুপালী। এ অপমানে ওই বাড়িতেই কীটনাশক পান করেন তিনি। ওই অবস্থায় প্রেমিক রুবেল রুপালীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রুপালীর অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে রুবেল চলে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। রুপালীর ওই সময় মৃত্যু হয়। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালি থানায় জানালে লাশের সুরতহাল রিপোর্ট করে এবং রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি একটি প্রেমের সম্পর্কের। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নামের একজন অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলা হচ্ছে। আসামিকে জিজ্ঞাসাবাদের পর হাজতে প্রেরণ করা হবে।


আরো সংবাদ



premium cement
লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট নাটোরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৬ বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ ভিসা সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা মার্চেন্ট শিপিং ফেডারেশনের শহীদ পরিবার পাচ্ছে ৫ লাখ, আহতরা সর্বোচ্চ ১ লাখ টাকা

সকল