১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

বাকৃবি শিক্ষার্থীদের বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন

- ছবি : সংগৃহীত

শেরপুরে বন্যাদুর্গত এলাকায় গবাদিপশু ও মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষর্থীদের একটি ভেটেরিনারি টিম পাইলট প্রোগামের অংশ হিসেবে বিনামূল্যে একটি ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দিনব্যাপী শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাকৃবি ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত নয়জনের এই টিম ভেটেরিনারি ক্যাম্পেইনটি পরিচালনা করেন। এ সময় প্রায় শতাধিক গবাদিপশুর টিকা প্রদান, শতাধিক খামারির গবাদিপশুর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন প্রদান করা হয়।

আরো জানা গেছে, ক্যাম্পেইনটি মেড কোয়ালেশন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস-অ্যান্জেল, ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল ফ্রেন্ডশিপ করপোরেশন এবং ইন্টিগ্রেটেড রোলার ডেভেলপমেন্ট সংস্থার (আইআরডিএস) অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: এবিএম আব্দুর রউফ, শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: উমর ফারুক এবং স্থানীয় প্রতিনিধি ও খামারিরা।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: এবিএম আব্দুর রউফ বলেন, আপনাদের গবাদিপশুর অসুখ হলে আপনারা তাকে নিয়ে যখন উপজেলায় যান উপজেলার চিকিৎসকরা কিন্তু কয়েকটা ওষুধ বিনামূল্যে দিয়ে বাকিগুলো প্রেসক্রিপশন করে দেয়। কিন্তু শিক্ষার্থীদের এই বিনামূল্যে ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ সবই পাবেন। আপনারা প্রান্তিক পর্যায়ের খামারিরাই গবাদিপশু পালন করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মেধাবী জাতি গঠনে দুধ, ডিম, গোশতের বিকল্প নেই। আর দেশের প্রাণিসম্পদ প্রাণিজ আমিষ উৎপাদনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আমাদের উদ্দেশ্যে হলো দেশের প্রত্যেকটি মানুষের জন্য প্রাণিজ আমিষ নিশ্চিত করা। তাই গবাদিপশুর অকাল মৃত্যু প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় আজকের এই ক্যাম্পেইন আয়োজন করছে শিক্ষার্থীরা ও মেড কোয়ালিশন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল