‘ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন বিজয় দিয়েছে’
- ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে রক্ত আর জীবনের বিনিময়ে বাংলাদেশ নতুন বিজয় অর্জন করেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত ১৩ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা, পুর্নবাসনের জন্য যা প্রয়োজন তা দিতে হবে।
ত্রিশালের দরিরামপুর বাসস্ট্যান্ডের স্মৃতিসৌধ চত্বরে এ সমাবেশ গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: নাসির উদ্দীন।
ইঞ্জিনিয়ার আশরাফুল আলম আরো বলেন, বর্তমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করার দাবি জানান। গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব নিতে হবে। সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
নতুন করে চাঁদাবাজি, দখলদারি ও হয়রানি কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়ে নব্য চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফসিউর রেজার সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্যে রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (দক্ষিণ) শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ময়মনসিংহের সভাপতি মুফতি তাজুল ইসলাম কাসেমী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানসুর, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ইসলামি যুব আন্দোলন দক্ষিণ জেলার সভাপতি ডি এম ইলিয়াস আলামীন, মোজাহীদ কিমিটি ত্রিশালের সদর মমতাজ উদ্দিন, ইসলামি যুব আন্দোলন ত্রিশালের সভাপতি হাফেজ ইয়াহিয়া মাহমুদ, শ্রমিক আন্দোলন ত্রিশালের সভাপতি জুবায়ের আহমেদ, ইসলামি ছাত্র আন্দোলন ত্রিশালের সভাপতি এইচ এম মাহফুজ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা