নালিতাবাড়ী সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
- নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করে স্থানীয় জামায়াত।
নালিতাবাড়ী পৌর জামায়াতের অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনা ও উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: শাহাদত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রিয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর আমীর দ্বীন মোহাম্মদ মাস্টার, সেক্রেটারি হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আইয়ুব আলী, নালিতাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির আজগর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা জুবায়েরসহ অন্য নেতৃবৃন্দ।