১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভালুকায় চাকরির দাবিতে বেকার নারী ও যুবকদের মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন কারখানায় চাকরির দাবিতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বেকার নারী ও যুবকেরা।

বুধবার সকাল থেকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকায় আনুমানিক চার শতাধিক বেকার নারী ও যুবকেরা ওই অবরোধ কর্মসূচি পালন করে। পরে, সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিল্প এলাকায় ভালুকা উপজেলার বিভিন্ন কারখানার মূল ফটকের সামনে শত শত বেকার নারী ও যুবকেরা উপস্থিত হয়ে চাকরির দাবি জানান। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে একই দাবিতে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন এবং ওই সময় তারা ‘তুমি কে আমি কে, বেকার বেকার’ স্লোগান তুলে চাকরির দাবিতে বিক্ষোভ করতে থাকে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভয়াবহ দুর্ভোগের শিকার হন চালচালরত হাজার হাজার যাত্রী সাধারণ। ওই সময় তারা স্থানীয় একাধিক কারখানা গেইটে গিয়ে ধাক্কাধাক্কি করে। এ সময় বেকাররা কারখানায় কর্মরত শ্রমিকদের ধাওয়ার শিকার হন।

সূত্রে আরো জানা গেছে, খবর পেয়ে সেনা সদস্য, থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সড়ক অবরোধকারীরা যে যার মতো চলে যান।

বেকার নারী ও যুবকেরা জানান, কারখানার মূল ফটকে টানানো নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আসেন চাকরি প্রার্থী হয়ে। কিন্তু শতকরা ১০ জনকেও চাকরি দেয়া হচ্ছে না। এমনকি কারখানা কর্তৃপক্ষ যখন জানতে পারে, বেকাররা ভালুকার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা, তখন রহস্যজনক কারণে তাদেরকে নেয়া হয় না। এসব কারণেই তাদের এই মহাসড়ক অবরোধ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ কামাল আকন্দ জানান, চাকরির দাবিতে কিছু বেকার যুবক ও নারী মহাসড়কে নেমেছিল। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা যে যার মতো চলে যায়।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, ‘কিছু বেকার নারী পুরুষ চাকরির দাবিতে মহাসড়কে নেমে আসছিল। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হলে কারখানা কর্তৃপক্ষ জানন, বেকারদের পর্যায়ক্রমে চাকরির সুযোগ দেয়া হবে বলে তাদেরকে জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনার সময় জানাল সরকার কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান

সকল