২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঝর্ণা আক্তার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) উপজেলার বাসুটিয়া ইটভাটাসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত বৃদ্ধা ঝর্ণা আক্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামে বাসিন্দা।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাসুটিয়া ইটভাটাসংলগ্ন এলাকার ঢাকা -ময়মনসিংহ রেললাইনের পাশ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। এই লাইনে চলাচলকারী কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়। খবর পেয়ে আমরা রাতেই অজ্ঞাত পরিচয়ে হিসাবে লাশটি উদ্ধার করি।

পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্ত করে। নিহত বৃদ্ধার পরিবারকে খবর দেয়া হয়। পরে পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করে। জানা যায় বৃদ্ধা ঝর্ণা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র আরো বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement