২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গফরগাঁওয়ে সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু

- ছবি : নয়া দিগন্ত

বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কার ও ত্রাণ বিতরণ করার জন্য ময়মনসিংহের গফরগাঁওয়ে সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিম গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছে।

সোমবার দুপুরে গফরগাঁও-এর সমন্বয়ক মবিনুর রহমান খান জানান, ‘গফরগাঁওয়ে শহীদ মিনার প্রাঙ্গণ, রেলওয়ে স্টেশন চত্বর ও গরুহাটা মিনি স্টেডিয়াম এই তিনটি পয়েন্টে গণত্রাণ সংগ্রহ চলছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, চিড়া, মুড়ি, ডাল, আলু, তৈল, লবণ ও সাবান।

বন্যাদুর্গত ফেনী এলাকায় আশ্রায়কেন্দ্রসহ বিভিন্ন গ্রামে ৫০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এ সময় সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের গফরগাঁও-এর সমন্বয়ক মবিনুর রহমান খান, সহ-সমন্বয়ক মাজহার হিমেল, সহ-সমন্বয়ক সাদিক প্রত্যয়, মো: কবির, তানভীর শেখ, শুভ ঢালি, জুবায়ের রাব্বি, মো: মামুন, মাওলানা সাকের, মাওলানা হাসান, সহ সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement