২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে হঠাৎ ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে ১৪ গ্রামের মানুষ

ঈশ্বরগঞ্জে হঠাৎ ব্রিজ ভেঙে খালে, দুর্ভোগে ১৪ গ্রামের মানুষ - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছে ১৪ গ্রামের মানুষ।

বুধবার (২১ আগস্ট) সকালে ময়মনিসংহেরর সড়ক ও জনপথের অধিনে থাকা ওই ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে।

এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকার ১৪ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ।

সরজমিন পরিদর্শন করে দেখা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের বালুর ঘাট-সংলগ্ন চর আলগী গ্রামের খালের পানিতে ভেঙে পড়ে আছে বেইলি ব্রিজটি।

এলাকাবাসী জানান, কয়েকদিনের অতিবৃষ্টির কারণে প্রবল স্রোতে ব্রিজের নিচ থেকে মাটি সরে যাওয়ার কারনেই ব্রিজটি ভেঙে যায়। স্থানীয় উচাখিলা বাজারের দিকে একটু সামনে এগোতেই বটতলা মোড়-সংলগ্ন বেইলি ব্রিজ ভেঙে সড়কের দুই পাশ থেকে ব্রিজটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উচাখিলা মরিচারচর, চরআলগী, টান পাড়া, টান মলামারি, নামা মলামারি, কান্দা, বড়ইকান্দি, মাঠপাড়া, মাইজ পাড়া ও হাশের আলগীসহ ১৪ গ্রামের মানুষ যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। একইসাথে তারা গৃহবন্দী হয়ে পড়েছে।

এছাড়া ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদ পার হয়ে ত্রিশাল, কালীবাজার ও ময়মনসিংহে প্রতিদিন প্রায় ৩৫ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন এই সড়ক দিয়ে।

চর আলগী গ্রামের ফারুক মিয়া (৪০) বলেন, এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার লোক ৫০০ থেকে ৬০০ অটোরিকশা, সিএনজিসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। আমরা উচাখিলা ও ঈশ্বরগঞ্জ বাজারে কৃষি পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ব্রিজটি ভেঙে পড়ায় আমরা খুব খারাপ অবস্থায় আছি। আশপাশের ১৪ গ্রামের প্রায় হাজার হাজার লোক এতে গৃহবন্দী হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি আমাদের এই গুরুত্বপূর্ণ সড়কের ব্রিজটি যেনো দ্রুত মেরামত করে দেয়।

স্থানীয় আব্দুল হাই বলেন, ভারী বর্ষণে প্রবল স্রোতে ব্রিজের দুইপাশ থেকে মাটি সরে গিয়েছিল। এছাড়া ব্রিজটি দীর্ঘদিনের পুরোনো। এ কারণে মাটি সরে যাওয়াতে ভেঙে গেছে। এতে আমাদের কৃষি ফসলসহ ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী চরম বিপাকে পড়েছে।

ময়মনিসংহ সড়ক ও জনপথ অধিদফতরের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার তুহিন জানান, স্থানীয়রা ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি তাদের জানিয়েছেন। বৃষ্টি কমলে দ্রুত ব্রিজটির সংস্কার কাজ শুরু করবেন তারা।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, দুর্ভোগ নিরশনের জন্য তাৎক্ষণিকভাবে কিছু করা যায় কি না এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে বলা হয়েছে। খুব দ্রুত সময়ের মাঝে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

সকল