২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত গফরগাঁওয়ে কামরুজ্জামানে দাফন

ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত গফরগাঁওয়ে কামরুজ্জামানে দাফন - প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকায় উত্তরায় গুলিবিদ্ধ মোঃ কামরুজ্জামান (৩০) নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের সৌদীপ্রবাসী মোঃ আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে কামরুজ্জামান বিদেশে যাওয়ার জন্য ঢাকা দৌড়াদৌড়ি করছিলেন। গত ৪ আগস্ট দুপুরে উত্তরায় সামনে ছাত্র আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কামরুজ্জামান। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে অজ্ঞাত হিসেবে তার লাশ মর্গে পড়ে থাকে।

এদিকে ১৫ দিনও কামরুজ্জামানের খোঁজ খবর না পেয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা যখন পাগলপ্রায়, তখন সোমবার কামরুজ্জামানের লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে আছে বলে তার পরিবার খবর পায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঢাকা ছুটে যায় এবং মর্গে গিয়ে লাশ সনাক্ত করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করলে রাতেই নিহত কামরুজ্জামানের লাশ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তার স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় চর কামারিয়া স্কুল মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনে মোঃ কবির মিয়া (২৩) নামে আরো এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়ায় সলপুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পার্শ্ববর্তী গাজীপুর জেলায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। ছাত্র-জনতার আন্দোলনের মিছিল করতে গিয়ে নিহত হন।


আরো সংবাদ



premium cement
মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই তাজরীন ট্র্যাজেডির এক যুগ : পুনর্বাসনের দাবি আহতদের সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ আজ জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত

সকল