‘রাজনৈতিক দল, সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি’
- ময়মনসিংহ অফিস
- ১৬ আগস্ট ২০২৪, ১৫:৪০
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘রাজনৈতিক দল, সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি। বর্তমান সরকারকে নির্বাচন ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এটা শুধু জামায়াতের বক্তব্য নয়। দেশের সাধারণ মানুষের প্রাণের দাবি।’
শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে ময়মনসিংহে কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সন্ত্রাসী কার্যকলাপের জন্য জামায়াত দায়ী নয় বলে দাবি করে তিনি বলেন, ‘যে অপরাধ জামায়াতে ইসলামী করেনি, সেই অপরাধে জামায়াতের নিবন্ধন বাতিল করা অবৈধ। জামায়াতের নিবন্ধন বাতিলে আদেশ অবশ্যই প্রত্যাহার করতে হবে।’
জামায়াতের জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমির কামরুল আহসান ইমরুল, নায়েবে আমির কামরুল হাসান মিলন, সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেলক হক আকন্দ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
সভায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাাদক মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, দৈনিক নিউ টাইমস সম্পাদক এম এ মতিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রিণ্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিক এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা