হাসিনার বিচারসহ ৪ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র আন্দোলনের বিক্ষোভ
- ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) সংবাদদাতা
- ১৫ আগস্ট ২০২৪, ১৬:৫০
‘খুনি শেখ হাসিনার বিচারসহ’ চার দফা দাবিতে ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ ও সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ওই সময় খুনি হাসিনার বিচার চেয়ে নানা শ্লোগানে মুখরিত করেন তারা। বিক্ষোভ শেষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরগঞ্জের অন্যতম সমন্বয়ক ইমরান হাসান মিলন জানান, ১৫ আগস্ট, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’-এর অংশ হিসেবে ‘সর্বাত্মক অবস্থান কর্মসূচি’ ও বিক্ষোভ করেছেন তারা।
সমাবেশে ছাত্রজনতাকে ওই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে সমন্বয়ক হাসানুর রহমান সজীব নিমোক্ত চার দফা দাবিগুলো পেশ করেন।
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছেন তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
ওই সময় অন্য সমন্বয়কদের মধ্যে মাজহারুল ইসলাম, সাকিবুজ্জামান সাকিব, মুমিনুল ইসলাম শিহাব ও আরফান উদ্দিন উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা