গৌরীপুরে ইউএনওর সাথে বিএনপি নেতাদের মতবিনিময়
- গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১১ আগস্ট ২০২৪, ১৬:১৫
শেখ হাসিনার পদত্যাগের পর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাকিল আহমেদ।
রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় জাতীয়তাবদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন।
এ সময় অ্যাডভোকেট নুরুল হক বলেন, বিএনপি কোনো সহিংসতার রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। এ সময় তৃতীয় শ্রেণির একটা দল মানুষের ওপর হামলা করে আমাদের ওপর দোষারোপ করছে। যারা হিন্দু ভাইদের মন্দিরে হামলা করছে, আসলে তারা দুর্বৃত্তপরায়ণ। তারা দেশের শান্তি চায় না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছেন এবং পাহাড়া দিচ্ছেন।
ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য মোফাক্কারুল ইসলাম জাহাঙ্গীর, কবীর মাহবুবুল আলম, বিএনপি নেতা জালাল আহম্মেদ, যুবদল নেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাইসুল ইসলাম, উপজেলা যুবদল নেতা বাহারুল সুন্সি, পৌর শ্রমিক দলের আহ্বায়ক অলি মুন্সি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা