২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন্দোলন নিয়ে ইবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ সভা

আন্দোলন নিয়ে ইবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ সভা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আন্দোলনের স্মৃতিচারণে ‘জুলাইয়ের দিনগুলো’ শীর্ষক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডরে এ আয়োজন করে সংগঠনটি।

এ সময় দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটসহ অন্য সহ-সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সমন্বয়করা ছাড়াও আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা একটি বড় সংগ্রাম শেষ করেছি, এখন আমাদের সংগ্রাম হলো দেশ গড়ার সংগ্রাম। ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে আসার অনুরোধ করছি। অনেকে গুজব ছড়িয়ে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। শিক্ষার্থীদেরকে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।’


আরো সংবাদ



premium cement