২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গৌরীপু‌রে মন্দির পাহারা দিচ্ছেন জামা‌য়াতের নেতাকর্মীরা

গৌরীপু‌রে মন্দির পাহারা দিচ্ছেন জামা‌য়াতের নেতাকর্মীরা - ছবি : নয়া দিগন্ত

ময়মন‌সিং‌হের গৌরীপু‌রে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দিরসহ ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহারা ব‌সি‌য়ে‌ছেন পৌর জামা‌য়াতে ইসলা‌মীর নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থে‌কে উপ‌জেলা সদ‌রের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাসাবাড়িতে ঘু‌রে ঘু‌রে তা‌দের সা‌থে কথা বল‌ছেন। যেন তারা আতঙ্কিত না হন।

এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির রক্ষার আহ্বানের পাশাপাশি বিভিন্ন মন্দিরের সামনে নিজেদের উপস্থিতি জানান দেন তারা।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্বেগের ব্যাপারে পৌর আমির মাওলানা আবু ইউসুব জানান, গৌরীপুরের বি‌ভিন্ন এলাকায় মন্দির নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, উপ‌জেলায় কোনো অবস্থাতেই কোনো মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের কারো কোনো ক্ষতি করতে দেয়া হবে না।

আরো উপ‌স্থিত ছি‌লেন পৌর জামায়াতের নেতা আব্দুর নুর, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন, আমান মোল্লা এবং সংখ্যা লঘু নেতা স্বপন এস, তপন আচার্য ও সুমন এস প্রমুখ।।

সংখ্যালঘু নেতারা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাম্প্রদায়িক হামলা রুখতে তাদের এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।


আরো সংবাদ



premium cement