২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজিবি’র গুলিতে নিহত ২, আহত ১০

বিজিবি’র গুলিতে নিহত ২, আহত ১০ - প্রতীকী ছবি

বিজিবির গুলিবর্ষণে ইনতিশার (২২) ও মাসুম বিল্লাহ (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৫ আগস্ট) ভালুকা সরকারি হাসপাতালে আনার পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বিকেলে গাজীপুর জেলার মাওনা এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিজিবি’র গুলিতে তারা আহত হলে স্থানীয়রা তাদের ভালুকা হাসপাতালে নিয়ে আসছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেলে আবু বকর সিদ্দিকসহ বেশ কয়েকজন লোক ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গুলিবিদ্ধ অবস্থায় ৮-১০ জনকে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ইনতিশার ও মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ হয়ে নিহত ইনতিশার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার উজান বইলর গ্রামের এনামুল হকের ছেলে ও মাসুম বিল্লাহ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার নলূয়াপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। নিহত দুই যুবককে হাসপাতাল থেকে তাদের পরিবারের লোকজন বাড়ি নিয়ে যান।

গুলিবিদ্ধ হয়ে আহত মোফাজ্জল হোসেন জানান, তারা শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় বিজিবির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তিনি আহতসহ অনেক লোক হতাহত হন।

ভালুকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সাদিয়া তাসমিন দিয়া জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মাঝে দুই যুবক রাস্তায় মারা গিয়েছিলেন। নিহত দু’জনের লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছেন।


আরো সংবাদ



premium cement
গ্রেড-১ পদে পদোন্নতি পাবেন বঞ্চিত অতিরিক্ত সচিবরা সম্পদের হিসাব জমা দিতে সময় পাচ্ছেন সরকারি কর্মচারীরা ঢালাও মামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কী পাকিস্তানে জাতিগত সহিংসতায় ৩ দিনে নিহত ৮২ হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ

সকল