২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে আন্দোলনে শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের মাদারগঞ্জে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বাংলাব্লকেড ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে চারপাশ। বিক্ষোভকারী শিক্ষার্থীদের এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ।

শনিবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার হাওয়াই রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মাদারগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক মহাসড়ক পদক্ষিণ করে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে চৌরাস্তা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে সকল শিক্ষার্থীদের হত্যা করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি এবং এই স্বৈরাচার সরকারের পদত্যাগ না হওয়া পযন্ত আমাদের আন্দোলন চলবে। এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারীতে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা অংশ নেন।


আরো সংবাদ



premium cement