হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ
- হালুয়াঘাট সংবাদদাতা
- ০৩ আগস্ট ২০২৪, ১৫:০২
ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উক্ত বিক্ষোভে অংশ গ্রহণ করে।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্ররা উত্তর বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের জমায়েত হতে থাকে। বেলা ১১টায় ছাত্র-ছাত্রীরা শহীদ মিনার থেকে হালুয়াঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মুখ অবস্থান করে। সেখান থেকে আবারো বাজার প্রদক্ষিণ শেষে উত্তর বাজার গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ করে। এসময় ছাত্ররা ‘আমি কে, তুমি কে? রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার।' ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এসব স্লোগানে মুখরিত ছিল।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী কলেজের শিক্ষার্থীবৃন্দ। এসময় পুলিশ ও ছাত্রলীগ উপস্থিত থাকলেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা