২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাকৃবিতে বৃষ্টিতে ভিজে শিক্ষকদের গণমিছিল

বাকৃবিতে বৃষ্টিতে ভিজে শিক্ষকদের গণমিছিল - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত, আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী ‘প্রার্থনা, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বৃষ্টিতে ভিজে গণমিছিল কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকরা।

তবে গণমিছিলে অংশ নেয়া বেশিভাগ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সোনালী দলের বলে জানা যায়।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের করিডোরে একত্রিত হন শিক্ষকরা। এ সময় তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারি যুক্ত হন বলেও জানা যায়।

মিছিলে প্রায় ৭০ জন উপস্থিত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, শিক্ষকরা বৃষ্টির মধ্যেই প্ল্যাকার্ড হাতে লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ স্মৃতিস্তম্ভের সামনের রাস্তা দিয়ে গিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’-এর সাবেক সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

তিনি বলেন, ‘মানুষকে কথা বলতে দিচ্ছে না, টুটি চেপে ধরছে, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে পাখির মতো মানুষ মারছে। সেই সময়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণমিছিল করে এখানে এসে দেশের সচেতন নাগরিক হিসেবে নিজেদের বিবেককে পরিষ্কার করেছি। সামনের দিনে যত দিন এই সরকার দেশ থেকে বিদায় না নেবে তত দিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।’

তিনি আরো বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা শতভাগ একাত্মতা ঘোষণা করলাম এবং এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন

সকল