২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

- ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহে পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধু, এক শিশু, ও দুই কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুর চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ রোকসানা বেগম দক্ষিণ বালুর চর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। কিশোরী সাদিয়া (১৪) একই গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা, দিশা আক্তার (১৭), সবুজ নিয়ার কন্যা এবং শিশু খাদিজা আক্তার (৯) ওই গ্রামের গোলাপ উদ্দিনের কন্যা বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, দিশা মেলান্দহ জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে চারজন মিলে বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে শিশু খাদিজা ও কিশোরী সাদিয়া পানিতে ডুবে যায়। পরে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা আক্তার ওই দুইজনকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে ডুবে মারা যান। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা চেষ্টা করে চারজনের লাশ উদ্ধার করেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মেদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement