২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু জামিনে মুক্ত

সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবু জামিনে মুক্ত - ছবি : নয়া দিগন্ত

জামিনে মুক্ত হলেন সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান বাবু।

বুধবার (১০ জুলাই) বিকেল ৫টা ৪ মিনিটে জামালপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন হত্যা মামলার এই আসামি।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রধান আসামি হলেন সাধুরপাড়া ইউনিয়নের সাবেক সমালোচিত চেয়ারম্যান মাহমুদুল আমল বাবু।

জানা যায়, বুধবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাবুকে জামিনের আদেশ দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত রোববার (৩০ মে) বাবুর জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। রুলে বাবুকে জামিন কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।

উল্লেখ, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় ১৭ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্তাধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে ৩ মন্ত্রণালয়ের কমিটি নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারে শোকের মাতম এক কার্গো এলএনজি ও এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার কারাগারে ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আহত কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়ল দেশে পৌঁছেই যা বললেন মিজানুর রহমান আজহারী অবৈধ বিদেশীদের বৈধতা অর্জনের সময় বেঁধে দিলো সরকার ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা ফেসবুকে ১২ দিনের পরিচয়ে প্রেম, গণধর্ষণের শিকার কিশোরী

সকল