গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ২০:৫৮
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে পারুল আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে দুবাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারুল আক্তার উপজেলার দুবাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি জাকির মড়লের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর সোয়া ২টার দিকে গৃহবধূ পারুল আক্তার দুবাশিয়া গ্রামের বাড়ি আঙ্গিনা খড়ের গাদায় থেকে গরুর জন্য খড় আনতে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তবে তাকে কোন প্রজাতির সাপে কামড় দিয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নিয়ে যাবার পথে গৃহবধূ পারুল আক্তার মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর গৃহবধূ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা