২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোটা বাতিলের দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

দুই ঘণ্টা পর স্বাভাবিক
- ছবি : ইউএনবি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে যোগাযোগ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে জব্বারের মোড়-সংলগ্ন এলাকা অবরোধ করে এ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় রেলপথ দিয়ে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরে বেলা সোয়া ৩টার দিকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি রওয়ানা দেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টের রায় বহাল রাখায় নিন্দা জানিয়েছেন। অতি দ্রুত ওই মামলার নিষ্পত্তি না হলে সারা দেশের ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে প্রশাসন।

এখন ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বহাল রাখার আদেশ দেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement