০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ইসলামপুরে বন্যায় ৮ ইউনিয়ন প্লাবিত

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার আটটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। গত কয়েক দিনে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, পার্থশী ও পলবান্ধাসহ অন্তত ৮টি ইউনিয়নের ৪০ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এই উপজেলার বুক চিড়ে প্রবাহিত যমুনা, পুরাতন ব্রহ্মপুত্র, দশআনী ও শিয়ালদহসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবন রয়েছে।


আরো সংবাদ



premium cement