২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেওয়ানগঞ্জে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জে দুই দিনের প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচা-পাকা সড়কের অংশ ধসে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২ জুলাই) দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া-সানন্দবাড়ী প্রধান সড়কের বিভিন্নস্থানের অংশবিশেষ ধসে যেতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সড়কের অংশ ধসে যাওয়ায় বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন কোনো রকম চলাচল করছে। সানন্দবাড়ী হতে জামালপুর-ঢাকাগামী বাস-ট্রাক দেওয়ানগঞ্জ পথে আসতে সরদার পাড়া ভাঙ্গনে পারাপার না হতে পেরে পেছনে ফিরে তারাটিয়া হয়ে বকশীগঞ্জ উপজেলা দিয়ে জেলা সদর বা ঢাকা চট্টগ্রাম মুখে চলাচল করছে। গত দুই দিনের প্রবল বর্ষণ, উত্তরের ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নদী পাড় ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পোল্ল্যাকান্দি ব্রিজ, গুলুঘাট ব্রিজ, দিল্লিবাড়ী ঘাট, মধুর বাড়ি ব্রিজসহ বিভিন্ন ব্রিজ-কালভার্টের নিচ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমেছে। এছাড়া পৌরসভার বিভিন্ন নিচু এলাকার সড়কে এবং বাসা-বাড়ির আশে পাশে প্রবল বর্ষণে পানি ওঠে চলাচল বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে ভাঙ্গনও দেখা দিয়েছে।


আরো সংবাদ



premium cement
ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান দায়মুক্তির বিদ্যুৎকেন্দ্রে বিশেষ তদারকি শুরু চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে ইমরানের দলের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ লকডাউন ডেঙ্গুতে ১ দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ফখরুলের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সকল