গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
- রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)
- ২৮ জুন ২০২৪, ১৬:১০
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে মো: মাসুম মিয়া (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের বালুয়াকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
মাসুম মিয়া একই ইউনিয়নের জুম্মা উলাবাড়ি গ্রামের মো: সাইদুল মিয়ার ছেলে ও স্থানীয় বালুয়াকান্দা হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম মিয়া শুক্রবার সকালে মাদরাসা থেকে বের হয়। পরে পাশের ব্রহ্মপুত্র নদের পাড়ে অন্যদের সাথে খেলা করে নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদের পানিতে ডুবে যায় সে। এ সময় অন্য শিশুদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে নদে পানিতে বহু খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, নদ থেকে লাশ উদ্ধারে ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা