পূর্বধলায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ১৯:২৬
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশু ও এক নারী মারা গেছে। ঘটনা দুটি ঘটেছে উপজেলার আগিয়া এবং ধলামূলগাঁও ইউনিয়নে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, উপজেলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নবাব আলীর মেয়ে সালমা আক্তার (২১) রোববার (২৩ জুন) সকালে হাতমুখ ধোয়ার সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে ধলামূলগাঁও ইউনিয়নে পাঁচমারকেন্ডা গ্রামে খাল থেকে তাসকিন (৭) ও নোমান (৮) নামের দুই শিশুর লাশ উদ্ধার করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে তাসকিন তার মা-বাবার সাথে পাঁচমারগেন্ডা গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসেন। সবার অজান্তেই তাসকিন তার খালাতো ভাই নোমানকে সাথে নিয়ে বাড়ির সামনে খালে কলা গাছের ভেলায় চড়তে গিয়ে পানিতে পড়ে যায়। সন্ধ্যায় তাদেরকে না পেয়ে আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুঁজি করে এলাকায় মাইকিং করে। রোববার সকালে তাদের নানি পারভিন আক্তার বাড়ির পাশে খালে শিশু দুটির লাশ ভাসমান দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা এসে লাশ দুটি উদ্ধার করে।
তাসকিন নেত্রকোনা সদর উপজেলার সাতপাই (উল্লা বাড়ি) গ্রামের মো: আল মামুনের ছেলে, নোমান ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলী'র ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা