২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভালুকায় ছেলের দায়ের কোপে মা গুরুতর আহত

ভালুকায় ছেলের দায়ের কোপে মা গুরুতর আহত -

ময়মনসিংহের ভালুকায় সাবমার্সেবল পাম্পের পানি নিয়ে কথা কাটাকাটির জের ধরে মা সাফিয়া খাতুনকে (৬০) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার ভালুকা ইউনিয়নের মিরকা গ্রামে ওই ঘটনাটি ঘটে। আহত ওই মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ জুন) দুপুরে সাবমার্সেবল দিয়ে পানি উত্তোলন করছিলেন উপজেলার গ্রামের মিরকা হানিফ শেখের স্ত্রী সাফিয়া খাতুন। ওই সময় তার ছেলে কবির হোসেন (৪০) তার মাকে জানায়, খাওয়ার জন্যে সরাসরি মোটরের পানি রাখতে হবে। কাজেই, পানিতে ট্যাংকি পূর্ণ হওয়ার আগেই মা যেনো তাকে জানায়। এদিকে, ট্যাংকি পূর্ণ হলে মা মোটরপাম্পটি বন্ধ করে দেন। পরে, মোটর বন্ধ করার আগে না জানানো নিয়ে মা-ছেলের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কবির হোসেন দা দিয়ে তার মায়ের ঘাড়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন সাফিয়া খাতুন। পরে, ওই নারীকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন কবির হোসেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল